জাতীয়শিক্ষাঙ্গণ

এসএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের এসএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশ হয় আজ ১২ মে সকাল ১০টায় বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর নিকট ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর বেলা ১১টার দিকে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।

দুপুর ১২:৩০ মিনিটের দিকে এসএসসি এবং সমমান পরীক্ষার ফল নিয়ে প্রেস ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী। এসএসসি পরীক্ষার ফলাফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে ও অনলাইনে জানা যাবে। এ ছাড়া এসএমএস-এর মাধ্যমেও ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

২০২৪ সালের এসএসসি এবং সমমান পরীক্ষায় ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ।

সমমাননা পরীক্ষায় এবার ৯২ দশমিক ৩২ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে যশোর বোর্ড। অন্যদিকে ৭৩ দশমিক ৩৫ শতাংশ পাসের হার নিয়ে সর্বনিম্নে সিলেট বোর্ড। অন্যদিকে ঢাকা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহী ৮৯ দশমিক ২৫ শতাংশ, কুমিল্লা ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রাম ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশাল ৮৯ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুর ৭৮ দশমিক ৪০ শতাংশ ও ময়মনসিংহ ৮৪ দশমিক ৯৭ শতাংশ।

অন্যদিকে মাদ্রাসা বোর্ড ৭৯ দশমিক ৬৬ শতাংশ এবং কারিগরি বোর্ড ৭৮ দশমিক ৯২ শতাংশ।

উল্লেখ্য যে, গত ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩-২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়।

এ বছর পরীক্ষায় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments