আন্তর্জাতিক

এশিয়া বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখবে

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট : ২৬ মার্চ চীনের হাইনান প্রদেশের বো’আওতে অনুষ্ঠিত এশিয়ার ফোরামের ২০২৪ সালের বার্ষিক সম্মেলনের প্রথম সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ‘এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা এবং একীকরণ প্রক্রিয়া রিপোর্ট ২০২৪’ প্রকাশিত হয়। রিপোর্টের পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৪.৫ শতাংশ হবে, এশিয়া বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখবে।
রিপোর্টে বলা হয়, বিভিন্ন বাহ্যিক অর্থনৈতিক চ্যালেঞ্জের সামনে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক অর্থনৈতিক একীকরণের গতি শক্তিশালী রয়েছে। তুলনামূলকভাবে শক্তিশালী ভোগ ও সক্রিয় আর্থিক নীতির কারণে ২০২৪ সালে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হবে এবং এশিয়ার জিডিপি বিশ্বের মোট জিডিপি’র ৪৯ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে।
কর্মসংস্থানের দিক থেকে, ২০২৪ সালে বৈশ্বিক কর্মসংস্থান খুব আশাব্যঞ্জক নয়। তবে, এশিয়ায় সামগ্রিক বেকারত্বের হার বৈশ্বিক মানের চেয়ে কম। দামের দিকে এশিয়ায় মুদ্রাস্ফীতির চাপ কমবে, কিছু কম মুদ্রাস্ফীতির দেশে দাম বাড়বে। বাণিজ্য ও বিনিয়োগের খাতে, এশিয়ায় ডিজিটাল বাণিজ্য দ্রুত উন্নত হবে, পর্যটন শিল্প পুনরুদ্ধার এবং আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (আরসিইপি) বাস্তবায়ন বেগবান হবে। আর্থিক বাজারের ক্ষেত্রে, এশিয়ার প্রধান দেশগুলোর পুঁজিবাজার, বৈদেশিক মুদ্রা বাজার, বন্ড মার্কেট এবং ব্যাংকিং শিল্প স্থিতিশীল হবে।
রিপোর্টে আরো বলা হয়, এশিয়ার আঞ্চলিক একীকরণ প্রক্রিয়া অব্যাহতভাবে এগিয়ে চলেছে। ২০২২ সালের তথ্যে থেকে দেখা যায়, এশিয়ান পণ্যের ওপর বিশ্বের নির্ভরতা স্থিতিশীল রয়েছে, যা ৩৮.৮ শতাংশ। এশিয়ান পণ্যের ওপর এশিয়ান অর্থনীতির নির্ভরতা ৫৭.৪ শতাংশের বেশি। এর মধ্যে চীন ও আসিয়ান পণ্য বাণিজ্যের কেন্দ্রীয় অবস্থা বজায় রয়েছে। পণ্য বাণিজ্যে চীনের রপ্তানি প্রতিযোগিতার স্পষ্ট সুবিধা রয়েছে, অন্যান্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনীতির সঙ্গে রফতানি বাণিজ্য অব্যাহতভাবে বাড়ছে।
উল্লেখ্য, বো’আও এশিয়ার ফোরামের ২০২৪ সালের বার্ষিক সম্মেলন ৩৬ থেকে ২৯ মার্চ হাইনান প্রদেশের বো’আওতে অনুষ্ঠিত হচ্ছে। এবারের ফোরামের প্রতিপাদ্য হল ‘এশিয়া ও বিশ্ব: অভিন্ন চ্যালেঞ্জ, অভিন্ন দায়িত্ব’। [সূত্র: তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।]
image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments