আন্তর্জাতিক সংবাদ

এটি ‘সমতুল্য শুল্কে’র ভুল আচরণ ঠিক করার ছোট পদক্ষেপ : চীনা মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় গত শনিবার যুক্তরাষ্ট্র কম্পিউটার, স্মার্টফোন, সেমিকন্ডাক্টর উৎপাদন সরঞ্জাম, ইন্টিগ্রেটেড সার্কিট ইত্যাদি কিছু পণ্য থেকে ‘সমতুল্য শুল্ক’ প্রত্যাহারের স্মারক প্রকাশ করেছে। এ বিষয়টি চীন পর্যালোচনা করছে। গত (রোববার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেন।

মুখপাত্র বলেন, এটি যুক্তরাষ্ট্রের একতরফা ‘সমতুল্য শুল্কে’র ভুল আচরণ ঠিক করার একটি ছোট পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘সমতুল্য শুল্ক’ মৌলিক অর্থনৈতিক নিয়ম ও বাজার নিয়ম লঙ্ঘন করার পাশাপাশি দেশে-দেশে পরস্পরের পরিপূরক সহযোগিতা ও সরবরাহ সম্পর্ককে উপেক্ষা করেছে।

তিনি আরো বলেন, চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্কে চীনের অবস্থান বরাবরের মতোই রয়েছে। বাণিজ্য যুদ্ধে কোনো বিজয়ী নেই, সংরক্ষণবাদে মুক্তির পথ নেই। চীন, যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক সমাজ ও নিজের দেশে বিভিন্ন পক্ষের যুক্তিসম্মত দাবি বিবেচনা করে, পুরোপুরিভাবে ‘সমতুল্য শুল্ক’ বাতিল করে, পারস্পরিক সম্মান এবং সমান সংলাপের মাধ্যমে মতভেদ সমাধানের সঠিক পথে ফিরে আসার তাগিদ দেয়।

সূত্র : প্রেমা-হাশিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments