উম্মাদ জাতি
অনুশাসনের রাজ্য জুড়ে
কিসের নীতিমালা,
ভেঙ্গে ফেল সব শাসনের তালা
ওঁরাই পরে মালা।
ওঁরা কি পেরেছে গড়তে আজি
নিজের শাসন নীতি,
ওরাই যত ভঙ্গ করে
আইনের শৃংখলনীতি।
মুখে ওদের মানায় না
শৃংখলের কথা,
ইতিহাস টেনে দেখো আজি
ওদের অপকর্মের কথা।
ইতিহাস সেতো যায় না মুছে
থাকে সজ্জিত,
তাহাতে পথ খুঁজে পাই মানুষ
যাহা দেখে মানুষ হচ্ছে লজ্জিত।
হুশিয়ার করে জনতা
তবুও ফিরাই না মত,
আজি এ পথে নামিয়াছে জনগণ
কেন করে ওরা আজি যত্ন।
ত্রাসের রাজ্য গড়েছে তুলেছে
ছোট বড় শহর জুড়ে,
কাহার বিরুদ্ধে দাঁড়াবে জাতি
তারাই তো দেশ জুড়ে।
সে পথ যদি হয় তোমার তাহার
তবেই তো তোমরা সবাই একই
আমজনতা ক্ষান্ত মনে চুপসে
কখন জানি উঠবে জাতি
খাবে দই ঠিকই।
লেখক পরিচিতি-
মোঃ আবু তাহের
কবি ও সাহিত্যিক
গ্রাম: মাজদিয়াড়
ডাকঘর:মাজদিয়াড়
থানা:দৌলতপুর
জেলা:কুষ্টিয়া
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি
পেশা: চাকুরীজীবী
গার্মেন্টস মেকানিক্যাল এক্সিকিউটি।