সাহিত্য আসর

“ঈদের মুদ্রার এপিঠ ওপিঠ”

ঈদ মানে খুশি, চতুষ্পার্শ্বে আনন্দ মেলা
তবু কিছু হৃদয়ে আজ অমানিশার কালো ছায়া।
একদিকে সোনালি রঙে ভরা জগত,
অন্যদিকে কষ্টে ভরা অশ্রুসিক্ত চোখ!

একদিকে সুস্বাদু, বাহারি খাবারের আয়োজন
অন্যদিকে শূন্য উধর আর
হাহাকার মোড়ানো চাদরের রিক্ত জীবন।
একদিকে সেমাই -পায়েস, তন্দুরি, কুরমা
অন্যদিকে ক্ষুধা, বিষণ্ণতা, দারিদ্রতার কালো থাবা।

একদিকে ব্র্যান্ডেড পোশাক, জুতা, গয়না
অন্যদিকে অসহায় ছোট্ট শিশুটির
অশ্রুসিক্ত চাহনি আর স্তব্ধতা!
একদিকে ব্যাগ ভরা সুগন্ধ, নতুন জামা
অন্যদিকে ব্যাগ ভরা বিষাক্ত বায়ু
আর বিষাদময়ী রিক্ততা।

একদিকে মেলা, পার্ক,সিনেমা
অন্যদিকে অভাবের তাড়না,দুঃখ, হতাশা।
একদিকে ঝলমলে আলোকসজ্জা,
আতশবাজির আবিষ্কার
অন্যদিকে কষ্টের পাহাড়, বুকফাটা হতাশার চিৎকার।

একবিন্দু সহমর্মিতা, একমুঠো ভালোবাসা
এক মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে ভাগ্যের চাকা
আবারো বাজুক বাঁশি, হেসে ওঠোক পৃথিবীর জোনাকিরাশি
আনন্দমালা বিরাজ করোক ঈদের মুদ্রার এপিঠ ওপিঠ।

কবি পরিচিতি-

নামঃতাসনিম আক্তার মীম। আমি স্নাতক ২য় বর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী , একজন কবি ও আবৃত্তি শিল্পী। আমি বেশ কিছু জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার।  আন্তর্জাতিক রৌপ্য পদক প্রতিযোগিতায় সেকেন্ড রানার্সআপ হয়েছি।আবৃত্তি শিল্পী হিসেবে চ্যাম্পিয়ন হয়েছি জাতীয় সাহিত্য ও সংস্কৃতি অলিম্পিয়াডে। ইংরেজি সাহিত্যে চ্যাম্পিয়ন হয়েছি জাতীয় সাহিত্য উৎসবে।বিতর্ক এবং উপস্থাপনা চ্যাম্পিয়ন হয়েছি উপজেলা প্রশাসন বুড়িচং । ইতিমধ্যে একুশে বইমেলায় আমার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে যার নাম *শতকাব্য*।তাছাড়া “শব্দের প্রতিবিম্ব” ও “সুখ দুঃখের কাব্যকথা” আমার আরও দুটি কাব্যগ্রন্থ।বেশ কিছু পত্রিকা ও ম্যাগাজিনেও আমার কাব্য প্রকাশিত হয়েছে।

 

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments