আন্তর্জাতিক সংবাদইসলাম ধর্মরকমারী

ইফতার মিট অ্যান্ড গেট টুগেদারে অনুষ্ঠানে বন্ধুত্ব, শান্তি ও সাংস্কৃতির বিশেষ মুহূর্তে পরিনত হয়

ডেস্ক রিপোর্ট : চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার কর্তৃক আয়োজিত ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, বিকেল ৫:০০টায় “ইফতার মিট অ্যান্ড গেট টুগেদার” অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেছে। ইফতার অনুষ্ঠান “অ্যাট দ্য টেবিন” রেস্তোরাঁ,ঢাকার বড় মোগবাজারে অনুষ্ঠিত হয়। এই ইভেন্টটি রমজান মাসের পবিত্রতাকে উদযাপন এবং চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করার উদ্দেশ্যে আযোজিত হয়েছে।

অনুষ্ঠানটি মনোরম কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়, যা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে। চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের মামাজিক কল্যাণ বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম অতিথিদের স্বাগত জানান এবং একতা, সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরার মাথামে অনুষ্ঠান শুরু করেন। তিনি দুই দেশের মধ্যে চলমান মূল্যবোধ এবং গভীর বন্ধুত্বের কথা উল্লেখ করেন।

উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, CBFC এর সহ-সভাপতি জনাব মো. কামরুল হাসান। অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যেমন: কমিউনিটি এনগেজমেন্ট এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া। বিশেষ অতিথি হিসেবে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সাধারণ সম্পাদক ড. ফখরুল ইসলাম বাবু, যিনি প্রবাস থেকে অনলাইনে যুক্ত হওয়ার মাধ্যমে অনুষ্ঠানের একটি নতুন মাত্রা যোগ করেন, যা ভার প্রভাবকে আরও তাৎপর্যপূর্ন করে তুলে।

এই অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ দিস ৪র্থ বার্ষিক অনুষ্ঠানের প্রবন্ধ দেখার প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা। এই প্রতিযোগিতায় বাংলাদেশের চীন-সম্পর্ক নিয়ে তাদের চিন্তাভাবনা বাক্ত করতে তরুণদের উৎসাহিত করা হয়েছিল। CBFC বিজয়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানায় তাদের গভীর ও অনুপ্রেরণামূলক প্রবন্ধের জন্য। পুরস্কৃত বিজয়ীরা হলেন: মো. মাহবুবুর রহমান, এস.এম. সায়েম এবং মির্জা আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে একটি বিশেষ দোয়ার মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, এরপর সবাই একসাথে ইয়ভার করেন, যা একতা ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করে। অনুষ্ঠানের সমায়ি ঘাট একটি প্রাণবন্ত দুটো মেগনের মাধ্যমে যা স্মরণীয় মুহূর্তগুলো ধারণ করে।

চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার সকল অতিথি এবং সহযোগীদের ধন্যবাদ জানায়, যারা এই আযোজনকে সফল করতে সাহায্য করেছেন। পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি ও শান্তির প্রচারের উদ্দেশ্যে সেন্টার ভবিষ্যতে আরও এমন একাধিক অনুষ্ঠানের আযোজন করবে। “ইফতার মিট অ্যান্ড গেট টুগেদার” অনুষ্ঠানটি বন্ধুত্ব, শান্তি এবং সাংস্কৃতিক বিনিময়ের এক বিশেষ মুহূর্তে পরিনত হয়েছিল।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments