ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন ইপিজেড থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হোসাইন-এর নির্দেশনায় ও ওসি তদন্ত মোঃ জামাল এর সহযোগিতায় এসআই (নিঃ) মোঃ সাজ্জাদ হোসাইন সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইপিজেড থানা এলাকায় মোবাইল-৫১ (নৈশ) ডিউটি চলাকালীন ৫ মে ২০২৪ ইং আনুমানিক রাত ১০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন সিইপিজেডস্থ বে-শপিং সেন্টার মার্কেটের খোলা মাঠ থেকে আসামীদের কাছে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ) মোঃ সাজ্জাদ হোসাইন জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ইপিজেড থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। আসামীদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর ১. রাশেদুল ইসলাম (২১) পিতা-মৃত মোঃ জাফর আলম, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং-বিলাহাচুরা (মুজিবের বাড়ী), ইউপি-পেকুয়া, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার। বর্তমানে-শহীদ নুরুজ্জামান সড়ক, আল মদিনা মার্কেটের পিছনে, নুর নিবাস নিচ তলা, ৪নং রুম, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।
২. শুভ মৃধা (১৯), পিতা-মৃত মোস্তফা মৃধা, মাতা-সুফিয়া মৃধা, সাং-বরশিঙ্গা (বেপারী বাড়ী) থানা-মঠবাড়ীয়া, জেলা-পিরোজপুর বর্তমানে-আয়েশার মার গলি (শিশির ভিলা) নিচ তলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম