“আর্তনাদ”
ফিলিস্থানের আর্তনাদ দেখে কাঁদে না যদি
মানুষ তোমার মন!
কিভাবে কর মানুষ দাবি,
অমানুষের বড় দালাল!
মায়ের কোলের শিশুকে মারে,
বাবার কোলে মরে মেয়,
মায়ের হাতে ইফতারাও, পায়নি খেতে.
শতাধিক সন্তানে,শতাধিক সন্তানেই।
বাবার কাছে কে ধরবে আবদা
ঈদের মাঠে যাব.
নিজের হাতে সাজে দিয়ে আসছে বাবা.
সন্তানের কবর, সন্তানেরই কবর!
মানুষ হয়ে মানুষ মারে নির্বোধ তাদের হৃদয়.
হত্যা করেছে ধ্বংস করছে বোমায় বিস্ফোরণে.
পৃথিবীর বুকে সুবিচার হবে.
চির ইতিহাস হয়ে, চির ইতিহাস হয়ে।
কবি পরিচিতি-
কবি: পি আর এলাহী শাহিনুর
জন্ম সাল: ০৭-০২-২০০১
বিভাগ: রংপুর
জেলা: লালমনিরহাট
থানা: পাটগ্রাম
গ্রাম/পোস্ট অফিস: কুচলীবাড়ি