“আমি”
আমি ঝংকার আমি রৌদ্র
আমি ভয়ংকর আমি ক্ষিপ্ত,
আমি অগ্নি আমি জলতরঙ্গ
আমি রিক্ত আমি সিক্ত।
আমি বাংলা মায়ের শান্ত,
আমি হয়নি আজ ক্ষান্ত।
আমি পাহাড় আমি সমুদ্র
আমি সাগর আমি ঝর্ণা,
আমি টর্নেডো আমি কম্পন
আমি ঝড় আমি বন্যা।
আমি শত্রু বনের হায়না,
আমার অশ্রু সিক্ত কান্না।
আমি যুদ্ধ আমি ক্ষুব্ধ
আমি মাইন আমি অস্ত্র,
আমি বুলেট আমি রাইফেল
আমি গ্রেনেড আমি আগ্নেয়াস্ত্র।
আমি বাংলা মায়ের সন্তান,
আমি রাখবো তাহার মান।
আমি ঘূর্ণি আমি বর্ষা
আমি তিমির আমি শিলা,
আমি চাঁদনি আমি আমাবস্যা
আমি শেষ আমি পহেলা।
আমি যুদ্ধে নামার অস্ত্র
আমি শান্ত নয়তো পাত্র।
আমি ঝলসে পড়া অগ্নি
আমি উড়ন্ত এক ঘূর্ণি।
লেখক পরিচিতি-
নাম : এইচ এম রানা
জেলা: খুলনা
থানা : দাকোপ
গ্রাম : নলিয়ান