“আমি কবি নয়”
কত গুলো কবিতা লিখলে কবি হওয়া যায়।
তা আমার জানা নাই।
আমি কবি নই,
কবি হওয়ার কোন যোগ্যতা আমার নেই।
আমি কবি হতে আসিনি
হে আমার জন্মভূমির মানুষ,
আমি এসেছি শোষিত নিপিড়ীত
মানুষের পক্ষে কলম ধরতে।
আমি আপনার হয়ে আপনাদের কথা বলতে চাই,
আপনাদের কথা বলেই বাকি জীবনটা পার করতে চাই।
আমি বার বার কবিতা লিখবো না বলে শপথ করেছি
তবুও আমি এক মূহুর্তের জন্যও ছাড়তে পারিনি।
লিখে যাই- প্রতি ক্ষণে শোক, দুঃখ, প্রেম,
ভালোবাসার কবিতা।
কবিতাকে আমি এক মূহুর্তের জন্যও ছাড়তে পারি না।
কবি হওয়ার যোগ্যতা আমার নেই।
যদি কোনদিন কবি হই,
তাহলে মানবতার কবি হবো।
শোষিত নিপিড়ীত মানুষের পক্ষে কলম ধরবো।
লেখক পরিচিতি-
কবি সাব্বির আহামেদ
জন্ম : ১৬ ডিসেম্বর ২০০৬, ময়মনসিংহ সদর, গ্রাম: চরগোবিন্দ। বাবা – আলী আহাম্মেদ। মাতা – সামছুন নাহার। ছোটবেলা থেকে সাহিত্য ও সাংস্কৃতির প্রতি ভালোবাসা। কবি ও তার পাশাপাশি একজন বাচিক শিল্পী।