“আমরা ধর্ষকের শাস্তি চাই”
নারীর সম্মান এই সমাজে কেন
আজ এত লাঞ্ছিত ?
নারীরা কেন দিনের পর দিন
ধর্ষকের হাতে নির্যাতিত ?
নারীই-মা,নারীই-বোন
নারীই-মেয়ে আর অর্ধাঙ্গিনী
আর ইতিহাসে বেড়ে চলেছে
নারী ধর্ষণের করুণ কাহিনী।
মানুষ আজ কতটা নির্লজ্জ
কতটা হারিয়েছে মানবতা ?
পরিবারের আপন জনরা
কেন করছে বিশ্বাসঘাতকতা ?
সমাজের চোখে ধুঁকে, ধুঁকে
তিলে, তিলে নারী জর্জরিত !
প্রতিটি নারীর হৃদয় আজ
কেন লজ্জায়, ঘৃণায় মর্মাহত ?
আমরা নিরাপত্তা চাই
আমরা বিচার চাই
যেন ধর্ষকের হাতে আর কোন
শিশুর প্রাণ না হারায় ।
আমরা ধর্ষকের বিচার চাই
ধর্ষকের বিচার চাই
শিশু ধর্ষণকারীরা যেন
কোন ভাবেই বেঁচে না যায়।
আমরা বাঁচতে চাই
নিরাপদে বাঁচতে চাই।
ধর্ষকের হাত থেকে চাই মুক্তি।
আমরা ধর্ষকের ফাঁসি চাই
ধর্ষকের ফাঁসি চাই।
ফাঁসি হোক ধর্ষকের সর্বোচ্চ শাস্তি।
কবি পরিচিতি-
কবি সংগীতা বোনার্জী মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানার বিদ্যাবিলে জন্মগ্রহণ করেন।তাঁর পিতার নাম শ্যামল বোনার্জী ও মাতার নাম রাসমনি বোনার্জী তিনি বর্তমান সময়ের উদীয়মান এক কবি। লেখালেখি প্রতি গভীর ভালোবাসার কারনে তিনি সাহিত্যচর্চার মনোনিবেশ করেন।
কবি সাহিত্যের মাধ্যমে মানবমনের ভাবগুলোকে তিনি সুনিপুণ ভাবে প্রকাশ করতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি শিক্ষকতার পাশাপাশি কার্ব্য চর্চায় নিজেকে সদ্য নিয়োজিত রাখছেন।