সাহিত্য আসর

“আবুল ভাই”

আবুল ভাই লাঠি খেলার লোক
এক লাফেতে তিরিশ গজ যায়,
কণ্ঠে চলে ফোক।

আলি আলি খবরদালি পল্লীকবির ডাক
আজও কী তা ভোলা যায় গো
চর দখলের হাক।
কত্তজনে মরলো তাতে, কত্তবাড়ি শোক
আবুল ভাই লাঠি খেলার লোক।

ভাদ্র গেলো আশ্বিনেতে জাগে নদীর চর
বোরোধানের আবাদ করে কৃষক জনমভর।
সেই চরেতে লোভী কাউয়ার পড়ে যায় যে চোখ।

আবুলরা সারাজনম ভাড়া খেটেই যায়
রক্ত, জীবন সবই গেলো শুধু পেটের দায়।
লাঠিখেলা, লাঠিমারা, জীবন মরণ
নিত্য তাদের ভোগ!

 

লেখক পরিচিতি-

লেখক বুলবুল হোসেন, টাঙ্গাইল জেলা, কালিহাতী থানা, ঘুনিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।জন্ম তারিখ ১০-১০-১৯৮৮ ইং, পিতাঃ মোঃ ফজলুল হক, মাতাঃ মনোয়ারা বেগম, তিন ভাইবোনের মধ্যে সবার বড়। পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন। আনোয়ার খান মডার্ন ইনভারসিটি থেকে বি এসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। লেখালেখি উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আসছেন। বুলবুল পুস্তক প্রকাশনী ও কালিহাতী টাঙ্গাইল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আছেন। অনলাইন ও বিভিন্ন পত্র পত্রিকায় লিখে চলেছেন। কাব্যগ্রন্থঃ ভোরের বকুল, চাঁদ মামা, অক্ষরের অহমিকা, ছন্দের খেলা, গ্রামীণ জীবন। কবির একক গল্পগ্রন্থঃ চাঁদের ভেলা, এক গুচ্ছ তারা।উপন্যাসঃ মধ্যবিত্ত।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments