আন্তর্জাতিক : চীনের হুনান প্রদেশের ছাংশা শহরে, গত ১১ মে,বুধবার, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি অভিনন্দনবার্তা পড়ে শোনান। ফোরামে আফ্রিকার যৌথ সভাপতিরাষ্ট্র কঙ্গো- ব্রাজাভিলের পররাষ্ট্রমন্ত্রী জিন-ক্লদ গাকোসো, প্রেসিডেন্ট ডেনিস সাসু-নুয়েসোর অভিনন্দনবার্তা পড়ে শোনান। ফোরামের সদস্যদেশগুলোর শতাধিক কর্মকর্তা, আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ ও রাষ্ট্রদূতগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনে ওয়াং ই বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং চীন ও আফ্রিকার ঐক্যবদ্ধ সহযোগিতার গুরুত্বপূর্ণ তাৎপর্য ব্যাখ্যা করেছেন এবং আফ্রিকার সাথে বৈদেশিক উন্মুক্তকরণ ও সহযোগিতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেছেন, যা নতুন যুগে দু’পক্ষের যৌথভাবে আধুনিকায়ন বাস্তবায়ন আর অভিন্ন কল্যাণের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে। গত সেপ্টেম্বরে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন আয়োজিত হয়, যা ছিল দু’পক্ষের নতুন যাত্রা। সেই থেকে দু’পক্ষ সক্রিয়ভাবে ‘১০টি অংশীদারি কার্যক্রম’ চালু করেছে এবং এতে ব্যাপক নতুন সাফল্য অর্জন করেছে।
ওয়াং ই আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে চীন ও আফ্রিকাকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নিজেদের উন্নয়নে সচেষ্ট হতে হবে। দু’পক্ষ পরস্পরকে সহায়তা করে বৈশ্বিক দক্ষিণের দৃঢ় সমর্থকের দায়িত্ব পালন করবে, বৈদেশিক উন্মুক্তকরণে অবিচল থাকবে এবং আন্তর্জাতিক অবাধ বাণিজ্যের উদ্যোক্তা হবে।
সম্মেলনে গাকোসো আফ্রিকান দেশগুলোর পক্ষ থেকে বলেন, আফ্রিকা বেইজিং শীর্ষসম্মেলনের সিদ্ধান্তসমূহ যৌথভাবে বাস্তবায়নে আগ্রহী। চীনের পাশে দাঁড়িয়ে আফ্রিকা দৃঢ়ভাবে একতরফা নিষেধাজ্ঞা ও শুল্কের অপব্যবহারের প্রতিবাদ জানিয়ে যাবে।
সূত্র: সুবর্ণা-আলিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।