আন্তর্জাতিক সংবাদ

আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠানগুলো চীনে বিনিয়োগে আগ্রহী হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি দক্ষিণ চীনের আমেরিকান চেম্বার অফ কমার্স প্রকাশিত একটি তদন্ত প্রতিবেদনে দেখা যায়, মার্কিন শিল্পপ্রতিষ্ঠানসহ চীনে অবস্থানরত বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলো দেশে বিনিয়োগ আরও বাড়াতে চায়।

গত বছরের ১১ অক্টোবর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত, দক্ষিণ চীনের আমেরিকান চেম্বার অফ কমার্স চীনের দক্ষিণাঞ্চলে অবস্থিত ৩১৬টি সদস্য শিল্পপ্রতিষ্ঠানে তদন্ত পরিচালনা করেছে। অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ৩৪ শতাংশ মার্কিন প্রতিষ্ঠান, ২৫ শতাংশ চীনের মূল ভূখণ্ডের শিল্পপ্রতিষ্ঠান, ১৭ শতাংশ চীনের হংকং ও ম্যাকাও অঞ্চলের প্রতিষ্ঠান এবং ১৪ শতাংশ হচ্ছে ইউরোপের শিল্পপ্রতিষ্ঠান। এ ছাড়া, অন্য দেশের শিল্পপ্রতিষ্ঠান আছে ১০ শতাংশ।

তদন্তে দেখা যায়, শিল্পপ্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, চীনে অর্জিত মুনাফা থেকে ১৪.৬ বিলিয়ন মার্কিন ডলার তারা চীনে ৩ থেকে ৫ বছরে বিনিয়োগ করতে চায়। এ পরিমাণ গতবারের তুলনায় ৩৩.১৮ শতাংশ বেড়েছে।

তদন্তে আরও দেখা যায়, প্রায় ৯০ শতাংশ মার্কিন শিল্পপ্রতিষ্ঠান গত বছর চীনে মুনাফা অর্জন করেছে। প্রতিবেদনে বলা হয়, চীনে বিনিয়োগের পরিমাণ বাড়ানো প্রমাণ করে যে, চীনা বাজারের সম্ভাবনার প্রতি বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের আস্থা পুনরুদ্ধার হয়েছে।

সূত্র:আকাশ-তৌহিদ-অনুপমা, চায়না মিডিয়া গ্রুপ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments