বুলেটিন নিউজমফস্বল সংবাদ

আত্রাইয়ে স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ

[নওগাঁ] ২৩ অক্টোবর, ২০২৪ [বুলেটিন নিউজ ২৪.কম] : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবানাধীন“ দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নিভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা( ইম্-প্যক্ট)-৩য় পর্যায় (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স  বুধবার (২৩ অক্টেবর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে সমাপ্তি হয়।

প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ড. এসএম আলমগীর কবীর, প্রকল্প পরিচালক, ইম্যোক্ট“ ৩য় পযায়” প্রকল্প যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপ- পরিচালক মুঃ জাবেদ ইকবাল, নওগাঁ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই, নওগাঁ, সাংবাদিক এ কেএম কামাল উদ্দিন টগর।

বায়োগ্যাস স্থাপনের বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম আলমগীর কবীর বলেন, বিশ্বব্যাপী করোনা অতিমারী ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশিক তেল ও গ্যাসের এই চরম সংকটে বাংলাদেশের গ্রামীণ জনপদে শতভাগ পরিবেশ বান্ধব ও সময় সাশ্রয়ী বায়োগ্যাস স্থাপনের বিকল্প  নেই। তাই দেশব্যাপী সবর্ত্র বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা জরুরী হয়ে পড়েছে।

বাংলাদেশের ৬৪ জেলার ৪৯২ টি উপজেলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনের কাজ চলমান রয়েছে। কাঠের কোনো খরচ ব্যতীত এই প্লান্ট পরিচালিত হবে এবং গোবরের উচ্ছিষ্ট বিক্রি করে এবং আশেপাশের বাড়ীতে গ্যাস সংযোগ দিয়ে আর্থিক ভাবে উপকারভোগীরা লাভবান হতে পারেন। এই বায়োগ্যাস প্লান্ট তৈরিতে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা এবং খামার স্থাপনে গবাদী পশু ক্রয়ের জন্য সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত মাত্র ৫% সার্ভিস চার্জে যুব উন্নয়ন অধিদপ্তরের নীতিমালার আলোকে লোন প্রদান করা হবে।

আগ্রহী উপকারভোগীবৃন্দকে সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরে যোগাযোগ করার জন্য আহ্বান জানান। এই কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান।

৫ দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণ প্রশিক্ষণার্থীদের মাঝে  উপকরণ হিসেবে ব্যাগ, খাতা, কলম, সনদপত্র প্রদান করা হয়।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments