আত্রাইয়ে সাবিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির গ্রাম কর্মীদের মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ
[নওগাঁ] ২০ অক্টোবর, ২০২৪ [বুলেটিন নিউজ ২৪.কম] : নওগাঁর আত্রাইয়ে সার্বিক গ্রাম উন্নয়ন কমর্সূচি (সিভিডিপি) বিআরডিবি অংশের আওতায় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য ও গ্রাম কর্মীদের সমন্বয়ে মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রোববার (২০ অক্টোবর) সকাল ১১টায় আত্রাই উপজেলার পল্লী উন্নয়ন বোড (বিঅোরডিবি) আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মাসিক যৌথসভা ও ই- প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির লিঃ সভাপতি শ্রী স্বপন কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহম্মাদ তৌহিদুল হক উপ-প্রকল্প পরিচালক সিভিডিপি ৩য় পর্যায় বিআরডিবি ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম উপ-পরিচালক বিআরডিবি , নওগাঁ জেলা, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, ইউনাইটেড প্রেস ক্লাব , আত্রাই, নওগাঁ, সাংবাদিক কামাল উদ্দিন টগর, সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার মোসলেম উদ্দিন প্রামানিক, মোঃ টিটু সরদার, কাজল হোসেন, জেমি খাতুন, ফরিদা বেগমসহ বিভিন্ন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি-সাধারণ সম্পাদক ও ৬০ জন সদস্যরা উপস্থিত থেকে দিক নিদের্শনা মুলক বক্তব্য শ্রবন করেন ও ই- প্রশিক্ষণ গ্রহণ করেন।