আত্রাইয়ে গ্রাম পুলিশের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কামাল উদ্দিন টগর : নওগাঁর আত্রাইয়ে গ্রাম পুলিশদের সাথে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)-এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন উপস্থিত গ্রাম পুলিশদের সুবিধা, অসুবিধা ও বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং দৈনন্দিন কর্মকান্ড সম্পর্কে অবগত হন। পরে তিনি সরকারের বিভিন্ন কর্মকান্ডের অংশ নিয়ে তা সঠিক ও যথাযথভাবে প্রতিপালনের বিষয়টি তাদের অবগত করেন এবং মতবিনিময় সভার মাধ্যমে সমাজের শান্তি ও নিরাপত্তায় গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য আরো বেগবান হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদের আওতায় গ্রামগুলোর জন্ম- মৃত্যু সনদ সঠিকভাবে তথ্য সংগ্রহের নিশ্চিত করতে অনুরোধ জানান।
এ সময় উপজেলার আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মন্জুরুল আলম মন্জু, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন মন্ডল, মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন সহ উপজেলার আট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দফাদার ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।