কভারেজ নিউজমফস্বল সংবাদ

আত্রাইয়ে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি সম্পর্কিত প্রশিক্ষণ

কামাল উদ্দিন টগর : নওগাঁর আত্রাইয়ে দুই দিন ব্যাপী গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা মূলক যত্নে মডিউল-১ বিষয়ে উপজেলা রির্সোসপুলের প্রশিক্ষণ শুরু হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক নওগাঁ জেলা মহিলা বিষয়ক কার্য্যালয়, নওগাঁ, ইশরাত জাহান। আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাবুদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ নাছির উদ্দিন,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল রানা, প্রমূখ। প্রশিক্ষণ বুধবার (৪ ডিসেম্বর) সমাপ্তি হয় বিকাল ৪ টায়। সমাপ্তি অনুষ্ঠানে প্রশিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন বলেন, মা একটি শিশুর বেড়ে ওঠার সূতিকাগার। তাই মাকেই তার শিশূর জন্মের পরিচর্যা গুলো করতে হবে। এ ক্ষেত্রে প্রসবের আগে ও পরে গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আর এম ও ডাঃ মোঃ আলমগীর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অতিরিক্ত দায়িত্বে ডাঃ মোঃ কামরুজ্জামান।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments