বুলেটিন নিউজমফস্বল সংবাদহিন্দু ধর্ম

আত্রাইয়ে উৎসব মূখর পরিবেশে শারর্দীয় দূর্গা পূজা উদযাপন

[নওগাঁ] ১২ অক্টোবর, ২০২৪ [বুলেটিন নিউজ ২৪.কম] : নওগাঁর আত্রাইয়ে উৎসব মূখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারর্দীয় দূর্গাপূজা। বুধবার মহাষষ্ঠীতে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সূচনা ঘটেছে হিন্দু ধর্ম অবলম্বী বাঙালির দূর্গা পূজা উৎসব। পাঁচ দিনের আজ নবমী-দশমীতে মন্ডবে মন্ডবে দেবীর অধিষ্ঠান হয়। আত্রাই থানা অফিসার ইনচাজ মোঃ শাহাবুদ্দিন জানিয়েছেন আত্রাই উপজেলার আটটি ইউনিয়নে ৪৮টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস বলেন, “ অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশে যার যার ধর্ম নিবিঘ্নে পালন করতে পারবেন। সরকারের এই চেতনার আলোকে উপজেলার দূর্গাৎসবকে উৎসব মূখর ও সার্বজনীন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সমন্বয়ে কয়েক স্তরের এই নিরাপত্তার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে,আশা করি শন্তি পূর্ণ পরিবেশে বিজয়া দশমী সম্পন্ন হবে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments