আত্রাইয়ে আন্তজাতীক নারী দিবস পালিত
রাজশাহী ব্যুরো প্রধান : “ অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী কন্যার উন্নয়ন “ এই প্রতিপাদ্যকে সামনে রেথে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মযদায় আন্তজাতিক নারী দিবস পালিত হয়।
শনিবার (৮মাচ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী অফিসার মোঃ কামাল হোসেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাব,আত্রাই নওগাঁ, সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাছির উদ্দিন, ডাসকো ফাউন্ডেশন আত্রাই শাখা ব্যবস্থাপক আবু হেনা মোহাম্মদ ফিরোজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাথী, মুক্তিযোদ্ধা, শিক্ষক , সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধি প্রমূখ।