“আছিয়ার কিছু প্রশ্ন?”
আমি এক ছোট্ট শিশু জানিনা ধর্ষণ কি ?
তবু কেন আজ ধর্ষকের হাতের শিকার হয়েছি ?
যাকে আপন ভেবে বিশ্বাস করেছি
তাদের প্রতারণায় এই জীবন হারিয়ে ছি ।
আমার হয়ে নারী তোমরা করবে প্রতিবাদ!
আমার কি ছিল অপরাধ?
কেন বিনা দোষে ছিনিয়ে নিল বেঁচে থাকার সাধ ?
আমার জন্য কাঁদছে ঘরে ভাই-বোন আর বাবা-মা।
ধর্ষকের দল মনে রেখো ভুলে যেওনা
বর্বর কষাঘাতে কত জর্জরিত ছিল
আমার কোমল গা?
বিধাতার কাছে এর পাপের ক্ষমা পাবেনা ।
আমার প্রতি কেন এই বর্বরতার উল্লাস?
নারী আর কাকে করতে পারবে বিশ্বাস?
নিষ্পাপ শিশু আমি কেন কেড়ে নিলে নিঃশ্বাস?
ভাঙ্গলে আমার চোখের কোণে স্বপ্ন ছিল যত।
আমি লজ্জায় ঘৃণায় কেঁদেছি অবিরত
তোদের নিষ্ঠুরতায় ছিলাম মর্মাহত হলাম নিহত।
ধর্ষক এভাবে আর তোরা শিশুর প্রাণ নিবি কত ?
আমি ব্যাথায় কঁকিয়ে পৃথিবী থেকে নিলাম বিদায়
তবে, ধর্ষক তোদের কাছে কিছু প্রশ্ন রেখে যাই ।
হে, ঘৃণ্য, জঘন্য জানোয়ার ‘রা ভুলে যেওনা
আমার মত একজন নারীই তো তোদের মা।
কবি পরিচিতি-
কবি সংগীতা বোনার্জী মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানার বিদ্যাবিলে জন্মগ্রহণ করেন।তাঁর পিতার নাম শ্যামল বোনার্জী ও মাতার নাম রাসমনি বোনার্জী তিনি বর্তমান সময়ের উদীয়মান এক কবি। লেখালেখি প্রতি গভীর ভালোবাসার কারনে তিনি সাহিত্যচর্চার মনোনিবেশ করেন।
কবি সাহিত্যের মাধ্যমে মানবমনের ভাবগুলোকে তিনি সুনিপুণ ভাবে প্রকাশ করতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি শিক্ষকতার পাশাপাশি কার্ব্য চর্চায় নিজেকে সদ্য নিয়োজিত রাখছেন।