“আগে যদি আসতে তুমি”
আগে যদি আসতে তুমি সকাল কিম্বা দূপুরে
তোমায় নিয়ে সাঁতার দিতাম পুষ্পরাণীর পুকুরে।
ফুলের সুবাস ঢুকতো বুকে নেচে উঠতো মন
জলের টানে ভেসে যেতো দেহের গুপ্ত দহন।
আগে যদি আসতে তুমি ভোরের হাওয়ার আগে
তোমায় নিয়ে হাঁরিয়ে যেতাম চেরি ফুলের বাগে।
তোমার চুলে লাগিয়ে দিতাম মৌসুমি সেই ফুল
সারা বছর থাকতে তুমি সেই অপেক্ষায় ব্যাকুল।
আগে যদি আসতে তুমি স্কুলে যাবার পথে
তোমায় নিয়ে হাঁরিয়ে যেতাম অদৃশ্য এক রথে।
দুজন মিলে ছুটে বেড়াতাম তেপান্তরের দেশ
যেতায় শুধু তুমি আর আমি হতো না দুঃখ ক্লেশ।
আগে যদি আসতে তুমি জ্যৈষ্ঠ জোয়ার দিবসে
তোমায় নিয়ে মাছ ধরিতাম নতুন জলের আবিশে।
কদম ফুলের মালা দিতাম তোমার গলায় পরিয়ে
মাতামাতি করতাম দুজন পরিবেশটা ভরিয়ে।
আগে যদি আসতে তুমি আরও ক’টা দিন আগে
দেহ মনটা রেঙে যেতো শক্তি উঠতো জেগে।
এলোমেল ভাবগুলো সব হতো পরিপাঠি
তোমার আমার কথোপকতন থাকতো চিরখাঁটি।
লেখক পরিচিতি-
কবি মো সুমন আহমেদ। সিলেট মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলা জন্মগ্রহণ করেন। তিনি নিয়মিন সাহিত্য চর্চায় নিয়োজিত। তার লেখা অসংখ্য কবিতা বিভিন্ন অনলাইন প্লাটফর্মে নিয়মিত প্রকাশিত হয়। তিঁনি বুলেটিন নিউজে নিয়মিত লেখালেখি করেন।