সাহিত্য আসর

“আগুনের ঝড়”

ঝড় এসেছে জল পড়েনি
পড়েছে আগুন,
সব পুড়েছে ধ্বংস হইছে
বেঁচে থাকার দিন গনেন।

করেছি হায় মহাপাপ,
আমাদের ভয়ে লুকিয়ে যায়
গর্তের সাপ
আমরা এত ভয়ঙ্কর!

মানুষ নামক পশু ভিতর।
বনগুলোকে গাঁ করেছি,
গাছ কেটেছি
আর কত কী!

ব্যাংকে জমা হইছে পাপ হয়নি নেকি।
এটা দুনিয়ার আলামত,
পুইড়া দিছি আদালত!
টাকা দিয়ে রাষ্ট্র চলে
এটাই নাকি ভবিষৎ।

 

ছড়াকার পরিচিতি:

মোঃ আহসান কবির রিজওয়ান। যাঁর প্রকৃত নাম মোঃ রেজন মিয়া। বিভিন্ন পত্রিকায় তাঁর সমান্বেষণ লেখা সাহিত্য প্রেম-প্রতিবাদ প্রকাশিত হয়। ২০২২ সাল থেকে সাহিত্যের হাতেখড়ি। তাঁর প্রথম কবিতা ‘সুখী মানুষ’ দেশচিত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি রংপুরে বসবাস করে। গাইবান্ধার ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। তাঁর স্বপ্ন সেনাবাহিনী হওয়া। পল্লীতে গরিব ঘরে জন্ম। তিনি দাসত্ব পছন্দ করেনা। ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার নিবেদিত ‘শ্রেষ্ঠ কবি, লেখক ও শান্তিকর্মী আন্তর্জাতিক পুরস্কার-২০২৩’ ভূষিত হন। তাঁর লেখার গতি দেখে অনেকে তাঁকে ‘তুফান’ নামে আখ্যা করে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments