অ্যাসাইনমেন্ট সিডিউল
ইস্যু : ১৯ মার্চ-মেয়াদ : ২৫ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
প্রতিদিন ও প্রতিক্ষণ পাঠক রুচি আর সংবাদের বৈচিত্র্যতা নিয়ে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বিশ্বের পাঠকের হাতে পৌঁছে যাচ্ছে বুলেটিন নিউজ ২৪.কম। বিশ্বের যে কোন প্রান্ত থেকে প্রতিদিনের খবরাখবর প্রকাশিত হচ্ছে নিয়মিত। সব খবরই এখন ইনস্টান্ট। যার ফলশ্রতিতে পাঠক সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হচ্ছে।
ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ্যে তথ্য-উপাত্ত এবং স্থিরচিত্র সংগ্রহের নিমিত্তে নিম্নোক্ত স্থান কাভারেজ করার জন্য রিপোর্টারকে/রিপোর্টারদের দায়িত্বপালনকালে স্থান-থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা/কর্তৃপক্ষ/আয়োজক কে সৌহার্দপূর্ণ মনোভাব পোষণের জন্য অনুরোধ করা হলো। -অনুরোধক্রমে ‘বুলেটিন নিউজ ২৪.কম’ কর্তৃপক্ষ।
—————————————————
বার্তা সম্পাদক/অ্যাসাইনমেন্ট এডিটর
অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অ্যাসাইনমেন্ট সিডিউল ই-মেইলে/WhatsApp প্রেরণ :
০১. বার্তা বিভাগ/অফিস নথি
০২. স্থান-থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা/আয়োজক কর্তৃপক্ষ
০৩. রিপোর্টার
———————————————————————————————————————————————————————————————————–
স্থান ও রিপোর্টারের নাম ও আইডি কার্ড নম্বর
[মো. মনজুরুল ইসলাম (মনজু); কার্ড নং-১ : বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় প্রেস ক্লাব ও বাংলা একাডেমি, ঢাকা।]