অমল বাবুর ভুঁড়ি
অমল বাবুর ভুঁড়ি বাড়ছে,
তাতে তাহার নেইকো দোষ,
শুনা যাচ্ছে লক্ষ টাকা,
চুপিসারে খাচ্ছে ঘুস।
কুঁড়ে ঘরের জায়গায় তাহার,
দালান কোঠা উঠেছে ,
হাল ফ্যাশনের গাড়ী নিয়ে,
বাবু এখন ছুটছে।
পাড়া-পড়শীর চোখ কপালে,
আলাদীনের চেরাগ কি!
বাবুর তাতে যায় আসে না,
তিনি ভীষণ দেমাগী।
বাবু চলেন খুঁটির জোরে,
কুচ পরোয়া নেই তাহার,
অসৎ পথে টাকা এলেও,
অমল বাবু নির্বিকার।
[তারিখ : ৭ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ]
কবি পরিচিতি : একরামুল হক দীপু কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পুষ্করিনীরপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা শিক্ষক মা গৃহিণী। ছোটবেলা থেকেই সাহিত্য অনুরাগী কবি স্কুলের দেয়ালিকা ও বিভিন্ন সাহিত্য সাময়িকীতে লেখালেখি করে আসছেন । কবিতা প্রবন্ধ ছোটগল্প ও ছড়া লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনলাইন প্লাটফর্মে নিয়মিত লেখালেখি করে থাকেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুণ্য স্মৃতি বিজড়িত কবিতীর্থ দৌলতপুর এর সংগঠন নজরুল নিকেতন এর যুগ্ম আহ্বায়ক। চট্টগ্রাম সাহিত্য কুটিরের সাধারণ সম্পাদক। এছাড়াও কবি অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর সাথে যুক্ত আছেন। প্রচার বিমুখ এই লেখক সংগঠকের অসংখ্য রচনাবলী তাই অপ্রকাশিত থেকে গেছে।