রফিক,শফিক,সালাম,বরকত
ভাষার জন্য দিলো প্রাণ,
বাংলার বুকে কখনো তাদের
মিশবে না অমর নাম।
তোরা সাহসী তোরা যোদ্ধা
তোরা রাখলি ভাষার প্রাণ,
বাংলার মানুষ কখনো তাদের
দিতে পারবে ঋণের দাম।
তোরা অমর, তোরা চিরজীব
তোরা বাংলার বুকে ধ্রুবতাঁরা,
তোদের অবদান বাংলার মানুষ
কখনো ইতিহাস থেকে ভুলবেনা।
আজও পরছে আমাদের মনে
২১শে ফেব্রুয়ারী ক্ষনে,ক্ষনে,
তোরা ছিলি সাহসী যোদ্ধা
মোদের এই বাংলার বুকে।
রফিক,শফিক,সালাম,জব্বার
ভাবলিনা কখনো জীবনের দাম।
ইতিহাসে তোরা সাক্ষী হয়ে
থাকলি চির শান্তির ঘুমে।
বাংলার প্রতি ঘরে ঘরে
থাকবে তোদের স্মৃতি হয়ে,
পেয়েছি আমরা মায়ের ভাষা
আ মরি বাংলা ভাষা।
কবি পরিচিতি- কবি এস,এম জাকারিয়া হোসাইন(রাজ) ২৯ নভেম্বর ২০০৩ সালে নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা সদর ইউনিয়নে এক আদর্শ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ব্যাবসায়ি ,মা গৃহিণী। ছোট বেলা থেকে সাহিত্য অনুরাগী। তার লেখা ছোট গল্প ছড়া ও কবিতা মাসিক, সপ্তাহিক পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়। তিনি অনলাইন প্লাটফর্মে নিয়মিত লেখালেখি করেন। কবি অসখ্য সাহিত্য পুরষ্কার অর্জন করেছেন। বর্তমান তিনি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।