অভিধর্মপিটকে বিভঙ্গ গ্রন্থের প্রকাশনা উৎসব
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম : আজ ৫ মে (রবিবার) বিকালে শতাব্দী কালের প্রাচীণতম চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ, একুশে পদকে ভূষিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক কর্তৃক বঙ্গানুবাদ সংবলিত অভিধর্মপিটকে বিভঙ্গ গ্রন্থের বঙ্গানুবাদ গ্রন্থের শুভ উদ্বোধন ও প্রকাশনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহামান্য উপসংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র অধ্যাপক সুমংগল বড়ুয়া। প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা। মহান জ্ঞানী গুণী ভিক্ষুসংঘ ও সুধীসমাজ এতে অংশগ্রহণ করবেন।
বিশ্ব শান্তি কামনায় মংগলবাণী পাঠ করবেন আবাসিক প্রধান শ্রীমৎ প্রিয়ানন্দ স্থবির।
সহৃদয়বান ও ধর্মানুরাগীদের চট্টগ্রাম বৌদ্ধ বিহারে উপস্থিত থেকে অনুষ্ঠানের গৌরববর্ধন করার অনুরোধ জানান অনুষ্ঠান আয়োজক।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক মহাসচিব এস লোকজিৎ ভিক্ষু ও ড. দীপংকর ভিক্ষু