“অন্যায়ের বিরুদ্ধে গড়বো প্রতিবাদ”
জুলুম কারির বিরুদ্ধে মোরা
সবাই মিলে গড়ে তুলবো প্রতিবাদ,
ছোট বড় জোয়ান বুড়া সবাই মিলে
করিতেছি শপত হাতে রেখে হাত।
ভেঙ্গে ফেলবো দুঃশাসনের ঐ
চার দেয়ালের বদ্ধ কারাগার,
জুলুম কারী ভয়ে কাপবে থর থর
শুনিয়া এই বীর বাঙ্গালীর হুংকার।
অন্যায় যদি হয় গো কভু
বীর বাঙ্গালীদের সাথে,
ঘরে বসে রইবেনা কেউ আর
করবে প্রতিবাদ কাধ মিলিয়ে কাধে।
অন্যায় আর অবিচারে দেশটা গেছে ভরে
শক্ত হাতে করতে হবে দমন,
সত্য বাদীর শক্ত ধৈর্ঘ গড়ে
ন্যায় কারীর জয় হবে বিশ্বাস রাখো অন্তরে।
‘বীর বাঙ্গালী জেগে উঠো আবার
গড়ে তুলতে সত্যের প্রতিবাদ,
ভেঙ্গে চুরে গুড়িয়ে দাও ঐ
জুলুম কারী আর দুশমনের কালো হাত।
কবি পরিচিতি-
কবি মোঃ নূর আলম শেখ, ১৯৯৪ সালের ১৮ই জুন টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার মঙ্গলহোড় গ্রামে জন্ম গ্রহণ করেন।