সাহিত্য আসর

“অন্তর্যামী”

তুমি স্রষ্টা, তুমি শ্রেষ্ঠ
তুমিই মাখলুক কুলের  রব।
গোনাহগার বান্দা তোমার 

ভুল করিলে মাফ করিও সব।
দয়াল তোমার,  দয়া  চাই
সৃষ্টি কুলের মাখলুক সবাই। 

দুনিয়ার মোহে ছুটে মোরা
আখিরাত যেনো না হারাই।
সকল ইচ্ছের, মালিক তুমি
দয়াল তুমি  অন্তর্যামী।

 

লেখক পরিচিতি-

কবি আসাদুজ্জামান খোকন ১৯৮২ সালের পহেলা মে    কুড়িগ্রাম  জেলার সীমান্ত ঘেষা উপজেলা ভূরুঙ্গামারীতে পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামে এক আদর্শ কৃষক  পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব, কৈশোরে সেখানেই বেড়ে উঠেন তিনি।  তার বাবা মোঃ আব্দুল মজিদ(কাজী) এবং মা গোলাপী বেগম (গৃহিনী)
ছোটোবেলা থেকেই আসাদুজ্জামান খোকন লেখালেখির সাথে যুক্ত। যখনই সুযোগ পেতেন তখনই লিখতে বসে যেতেন। কখনও ছড়া-কবিতা কখনও বা ছোটোগল্প। আস্তে আস্তে তিনি বিভিন্ন জাতীয় পত্রিকার চিঠিপত্র বিভাগে লিখতে থাকেন সমাজের নানা সমস্যা নিয়ে। 
আসাদুজ্জামান খোকন একজন কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। তার বর্নাঢ্য কর্মের জন্য ইতোমধ্যেই পেয়েছেন বেশ কিছু সম্মাননা। 

সেই সাথে পেশা হিসেবে গ্রহন করেন সাংবাদিকতাকে

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments